করিমগঞ্জ মহকুমার সর্বত্র ধর্মঘট
স্বাধীন বাংলায় পশ্চিম পাকিস্তানী সাম্রাজ্যবাদী আক্রমণের প্রতিবাদে করিমগঞ্জ মহকুমার সর্বত্র হরতাল পালন ও জনসভা অনুষ্ঠিত হয়।
গত ২৯ শে মার্চ লালুতে স্কুল ও দোকানপাঠ [ট] বন্ধ থাকে। স্কুলের ছাত্রছাত্রীরা শােভাযাত্রা সহকারে এক সভায় মিলিত হয়।
বদরপুর ও নিলাম বাজারেও অনুরূপ ধর্মঘট পালন করা হয়।
করিমগঞ্জ কলেজ টিচার্স এসােসিয়েশন ২৯ তারিখ এক সভায় তীব্র প্রতিবাদ করিয়া একটা প্রস্তাব গ্রহণ করেন। প্রস্তাবে বাংলাদেশের মুক্তিকামী যােদ্ধাদের সমর্থন করা হয় এবং মানবিক অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে প্রতিহত করার পশ্চিম পাকিস্তানী সাম্রাজ্যবাদীদের এই অপচেষ্টার তীব্র নিন্দা করা হয়। প্রস্তাবে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দান ও মুক্তিযুদ্ধে সৰ্ব্বপ্রকারের সাহায্য দানের জন্য ভারত সরকারকে অনুরােধ করা হয়।
সূত্র: দৃষ্টিপাত, ৩১ মার্চ ১৯৭১