আসাম সীমান্তে কড়াকড়ি হ্রাস
আসামের মূখ্যমন্ত্রী শ্রীমহেন্দ্রমােহন চৌধুরী সম্প্রতি শিলং-এ বলিয়াছেন যে অত্যাবশ্যক দ্রব্যাদির অভাবে পূৰ্ব্ব বাংলার জনজীবন যাহাতে বিপর্যস্ত না হয় তজ্জন্য আসাম সরকার সীমান্ত পাহারার কড়াকড়ি হ্রাস করিয়াছেন। পাকিস্তানী নাগরিকরা ভারত হইতে যাহাতে নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যাদি সংগ্রহ করিতে পারেন, সেই জন্যই এই ব্যবস্থা নেওয়া হইয়াছে। তাহা ছাড়া যে সমস্ত শরণার্থী পূর্ব বাংলা হইতে আসিতেছেন, তাহাদের সর্বপ্রকার সহায়তা করার জন্যও নির্দেশ দেওয়া হইয়াছে।
সূত্র: যুগশক্তি, ৯ এপ্রিল ১৯৭১