You dont have javascript enabled! Please enable it! 1971.04.23 | মৌলানা ভাসানী-হক চৌধুরী সাক্ষাকার | যুগশক্তি - সংগ্রামের নোটবুক

মৌলানা ভাসানী-হক চৌধুরী সাক্ষাকার

বাংলাদেশের ন্যাশনাল আওয়ামী পার্টর নেতা অশীতিপর বৃদ্ধ মৌলানা আবদুল হামিদ খান ভাসানী বাংলাদেশের নিরীহ জনসাধারণের উপর পাকিস্তানের সামরিক সরকার যে অমানুষিক অত্যাচার ও নৃশংস হত্যাকাণ্ড চালাইয়াছে উহার বিরুদ্ধে দেশের জনসাধারণের ইচ্ছানুযায়ী ভারত সরকার ও ভারতের জনসাধারণকে বিশ্বজনমত গড়িয়া তােলার জন্য অনুরােধ জানাইয়াছেন।
সম্প্রতি গােয়ালপাড়া জেলার বাংলাদেশ সীমান্ত সংলগ্ন শুকচরে ভারতের শিল্পোন্নয়ন মন্ত্রী শ্রীমইনুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করিয়া মৌলানা ভাসানী উপরােক্ত অনুরােধ জানাইয়াছেন।
মৌলানা ভাসানী যখন বাংলাদেশের হত্যাকাণ্ডের কথা বলিতেছিলেন তখন তিনি কান্নায় ভাঙ্গিয়া পড়েন বলিয়া শ্রীহক চৌধুরী সাংবাদিকদের জানান।

সূত্র: যুগশক্তি, ২৩ এপ্রিল ১৯৭১