You dont have javascript enabled! Please enable it! 1971.04.30 | বিশেষ ব্যবস্থা অত্যাবশ্যক | যুগশক্তি - সংগ্রামের নোটবুক

বিশেষ ব্যবস্থা অত্যাবশ্যক

বাংলাদেশের মুক্তি সংগ্রামকে স্তব্ধ করিবার জন্য ইয়াহিয়া খানের জঙ্গী বাহিনী পূৰ্ব্ব বাঙলায় যে অমানুষিক অত্যাচার ও হত্যাকাণ্ড চালাইয়াছে, পৃথিবীর ইতিহাসে তাহার নজীর নাই। বুদ্ধিজীবি, শ্রমজীবি, ছাত্র-ছাত্রী নির্বিশেষে নরনারী শিশু সকলের উপরই তাহাদের বর্বর আক্রমণ চলিয়াছে। সম্প্রতি পাকিস্তানী বাহিনীর শক্তি বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে শ্রীহট্ট জেলায়ও তাহাদের নারকীয় কাৰ্যকলাপ চরমে উঠিয়াছে। লুণ্ঠন, গৃহদাহ, নারীধর্ষণ, বােমা ও গুলীবর্ষণে নিরীহ নরনারীশিশু হত্যা ব্যাপকভাবে অনুষ্ঠিত হইতেছে। মুসলীম লীগের সমর্থক ও গুণ্ডা শ্রেণীর লােকদিগকে জঙ্গী বাহিনী কাজে লাগাইতেছে। সাম্প্রদায়িকতার উস্কানি দিয়া সংখ্যালঘুদের উপর বিশেষ ভাবে অত্যাচার চালাইয়াছে। নিপীড়িত ও আতঙ্কগ্রস্ত নরনারী যথাসব ফেলিয়া বাস্তু ত্যাগ করিয়া রিক্ত হস্তে যে কোন রূপে ভারতে চলিয়া আসিতেছেন। বহু মুসলমানও আসিতেছেন। করিমগঞ্জে মহকুমার শরণার্থীদের ভিড় বাড়িয়াই চলিয়াছে। আশ্রয় শিবির ও আত্মীয়স্বজনের গৃহে স্থান সঙ্কুলান হইতেছে না। প্রশাসন ও অর্থনৈতিক কাঠামাে ভাঙিয়া পড়িবার উপক্রম হইয়াছে। জনস্বাস্থ্য বিপদের সম্মুখীন। নিত্য প্রয়ােজনীয় দ্রব্যাদি ক্রমশঃই দুর্মূল্য ও দুষ্প্রাপ্য হইতেছে।
করিমগঞ্জে শরণার্থীদের চাপ অত্যাধিক হওয়ায় এতৎসম্পর্কিত সমস্যাদির আশু সমাধান কল্পে এখানকার বিশেষ ব্যবস্থা অবলম্বন করা অত্যাবশ্যক। এদিকে আমরা রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের তীক্ষ দৃষ্টি আকর্ষণ করিতেছি।

সূত্র: যুগশক্তি, ৩০ এপ্রিল ১৯৭১