You dont have javascript enabled! Please enable it! 1971.09.15 | সম্পাদকীয়: দৃষ্টিহীনের দৃষ্টিপাত | দৃষ্টিপাত - সংগ্রামের নোটবুক

সম্পাদকীয়: দৃষ্টিহীনের দৃষ্টিপাত

বাঙ্গলাদেশে মুক্তিসেনাদের হাতে বিরাশী সিক্কার মার খাইতে খাইতে পাকিস্তান রেডিও সভ্যতা শালীনতা ভুলিয়া এখন ক্ষ্যাপা কুকুরের মত দিবারাত্রি গর্জাইতে আরম্ভ করিয়াছে। উহাতেই বুঝা যায় যে, বাঙ্গলাদেশের দিন আগত ঐ। মজা উপভােগের জন্য কেহ কেহ এপারে ও পা রেডিওর মিথ্যার বেসাতী শুনিয়া থাকেন। উহারা এখন শ্রীমতী গান্ধী ও তাহার সহকর্মীদেরে অশ্লিল অশ্রাব্য গালাগালি ছাড়াও হিন্দু মুসলমান বিরােধ ঘটাইবার জন্য ভারতীয় মুসলমানকে মিথ্যার বেসাতী দিয়া উত্তেজিত করা, ভারতকে হিন্দু রাজ্যও ত্রিশূল এবং কৃপানের দেশ বলিয়া উল্লেখ করা ভিন্ন আর এক চাতুরী আরম্ভ করিয়াছে। পশ্চিম বঙ্গের অস্থির রাজনীতির সুযােগ নিয়া কেন্দ্রের বিরুদ্ধে পশ্চিম বঙ্গকে ক্ষেপাইয়া তুলিবার প্রয়াস আরম্ভ করিয়াছে। বাংলা ভাষার প্রতি কেন্দ্রের অবহেলা, হিন্দি ভাষার প্রসার ইত্যাদি বিষয়ে বলিতে গিয়া ভারতের বহু খ্যাত ও অখ্যাত জননেতা বা মনিষীর বক্তব্যের উল্লেখ করিতেছে। রাজগােপাচারী, রবীন্দ্রনাথ, বিনােবা ভাবে, নিরােদ চৌধুরী, জয় প্রকাশ নারায়ণ প্রভৃতি খ্যাত ব্যক্তিগণের পাঁচ হইতে পঞ্চাশ বৎসরের কোনও সময়ের পূৰ্ব্বকার কোনও কথাকে বেখাপ্পাভাবে তাহাদের বক্তব্যের সহিত জুড়িয়া দিতেছে। হিন্দি ও বাংলা শিক্ষা ও শিক্ষণ বিষয়ে আমাদের শিলচরের অধ্যাপক শ্রীশক্তিপদ রাজগুরুর নামােল্লেখও একাধিক দিন যাবত চালাইয়া যাইতেছে। দৃষ্টিহীনের আক্ষেপ হইতেছে যে তাহার (বদ) নামটী একটী দিনও কেন পাক রেডিওতে উল্লেখ হইতেছে না?

সূত্র: দৃষ্টিপাত, ১৫ সেপ্টেম্বর ১৯৭১