You dont have javascript enabled! Please enable it! 1971.04.16 | সম্পাদকীয়: আমাদের দায়িত্ব | যুগশক্তি - সংগ্রামের নোটবুক

সম্পাদকীয়: আমাদের দায়িত্ব

স্বাধীন বাংলাদেশের মুক্তিসংগ্রামের প্রতি ভারতীয় জনগণ যে ঐক্যবদ্ধ এবং সংহত জ্ঞাপন করিয়াছেন, তাহা গত ২৩ বৎসরের ইতিহাসে অভূতপূর্ব বলা যাইতে পারে। গণতন্ত্র এবং মানবিকতার প্রতি যে আনুগত্য, ভারতীয় জনসাধারণের চেতনায় দৃঢ় প্রথিত রহিয়াছে। এই সমর্থকদের মধ্যে তাহাই পরিস্ফুট হইয়াছে। এখন এই সমর্থন ও সহানুভূতিকে কার্যকরীভাবে প্রয়ােগ করার জন্য জাতীয় নেতৃত্বকে অগ্রসর হইতে হবে। বাংলাদেশের মুক্তি সংগ্রাম দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনাই রহিয়াছে। সেইক্ষেত্রে এই সংগ্রামকে মদৎ দেওয়ার জন্য দীর্ঘ মেয়াদী একটি পরিকল্পনা এখনই গ্রহণ করা প্রয়ােজন।
এই সম্পর্কে সীমান্ত এলাকার অধিবাসী হিসাবে আমাদের বিশেষ দায়িত্ব রহিয়াছে। স্বাধীন বাংলা রেডিও অভিযােগ করিয়াছেন যে উভয় সীমান্তেই পাকিস্তানী গুপ্তচর প্রবেশ করিয়া সাম্প্রদায়ীক উস্কানী দিতেছে। ইহাদের সম্পর্কে বিশেষ সতর্কতা সীমান্ত এলাকার জনসাধারণকে অবলম্বন করিতে হইবে মনে রাখিতে হইবে যে, বাংলাদেশের লক্ষ লক্ষ অধিবাসী যখন নিজেদের সংস্কৃতি এবং স্বাধীনতা রক্ষার সংগ্রামে শেষ রক্তবিন্দু পর্যন্ত বিসর্জন দিতেছেন, তখন যে কোন ধরণের সাম্প্রদায়িকতা বা বিভেদ প্রচার করার অর্থই হইতেছে গণতন্ত্র এবং মানবতার প্রতি বিশ্বাসঘাতকতা করা। সাম্প্রদায়ীকতার উস্কানী ইয়াহিয়া খানের চররা দিতে থাকিবেই। কিন্তু যে সমস্ত ভারতীয় নাগরিক সেই উস্কানিতে সাড়া দিবেন, তাহারা নিশ্চিত রাষ্ট্রদ্রোহীর কাৰ্য্য করিবেন। আমরা আশা করি এই একান্ত বাস্তব সত্যটি কেহই বিস্মৃত হইবেন না।

সূত্র: যুগশক্তি, ১৬ এপ্রিল ১৯৭১