You dont have javascript enabled! Please enable it!

জনসঙ্ঘের সভায় পূর্ব বাংলার হত্যাকাণ্ডের নিন্দা

বিগত ৩০শে মার্চ শ্রীবারীন্দ্রনাথ দত্তের সভাপতিত্বে ভারতীয় জনসঙ্ঘের করিমগঞ্জ শাখার এক সভায় একটি প্রস্তাব গ্রহণ করিয়া কমিউনিষ্ট চীন ও অন্যান্য গণতন্ত্রবিরােধী বিদেশী রাষ্ট্রের সহযােগিতায় পাকিস্তানী জঙ্গীশাহী নরঘাতকরা পূর্ব বাংলার নিরস্ত্র জনসাধারণের উপর নির্বিচারে যে গণহত্যা চালাইয়া যাইতেছে, উহার তীব্র নিন্দা করা হয়।

সূত্র: যুগশক্তি, ৯ এপ্রিল ১৯৭১