দুনিয়ার বিস্ময়কর স্বাসার্থক-বিপ্লবী, সাড়ে সাতকোটি বাঙালীর মুক্তিসাধক স্বাধীন বাংলাদেশের ইতিহাস
বিশ্রুত জনক,
রাষ্ট্রপতি
বঙ্গবন্ধু মুজিবুর রহমান
মুক্ত শুক্রবার শেষরাত্রে বিমানে রাওয়ালপিন্ডি হইতে অজ্ঞাত যাত্রা করিয়া শনিবার লণ্ডনে উপনীত, রবিবার শেষরাত্রে বৃটিশ রাজকীয় বিমান বহরের বিশেষ বিমানে লণ্ডন ত্যাগ করিয়া সােমবার ৮টায় দিল্লীতে আগমন এবং বিপুল অভ্যর্থনা লাভ। পরে দিল্লী হইতে উপরােক্ত বিমানে স্বাধীন বাংলার রাজধানী ঢাকায় জনপ্লাবনে ১টার সময় শুভাগমন। দিল্লীতে ১০ লক্ষাধিক ও ঢাকায় ২০ লক্ষাধিক জনসমুদ্রে ইতিহাসে অভূতপূর্ব অভিনন্দন লাভ।
সূত্র: আজাদ, ১২ জানুয়ারি ১৯৭২