বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
করাচীর এক বেসরকারী সংবাদে প্রকাশ বাংলাদেশের অপ্রতিদ্বন্দ্বী নেতা শেখ মুজিবুর রহমানের বিচার ব্যবস্থা নাকি পাকিস্তানী জঙ্গি শাসক স্থগীত রাখার আদেশ দিয়াছেন।
আবার দেশ বিদেশের বহু পত্রিকায় সন্দেহ করা হইতেছে শেখ মুজিবুরকে জীবিত রাখা হইয়াছে কিনা? কেননা শেখ সাহেবের বন্ধু বান্ধবদের কথা দূরে থাকুক, বিদেশী কোন সাংবাদিক বা কূটনীতিককে পর্যন্ত তাঁহার সহিত দেখা করার সকল অনুরােধ সরাসরি নাকচ করা হইতেছে।
আজাদ, ১ সেপ্টেম্বর ১৯৭১ পঃ বাংলার জন্য সংসদীয় উপদেষ্টা কমিটি নয়াদিল্লীর খবরে প্রকাশ, পশ্চিম বাংলার জন্য ৬০ জন সদস্য বিশিষ্ট এক সংসদীয় উপদেষ্টা কমিটি গঠন করা হইয়াছে।
শ্ৰীমতী ইন্দিরা গান্ধী সহ যে উপদেষ্টা কমিটি গঠিত হইয়াছে তাহাতে শিলচরের শ্রীমহিতােষ পুরকায়স্থ ও গৌহাটির শীদিনেশ চন্দ্র গােস্বামী রহিয়াছেন।
সূত্র: আজাদ, ১ সেপ্টেম্বর ১৯৭১