You dont have javascript enabled! Please enable it! 1971.08.11 | শেখ মুজিবের মুক্তির দাবী | দৃষ্টিপাত - সংগ্রামের নোটবুক

শেখ মুজিবের মুক্তির দাবী

৮ই আগষ্ট, রবিবার রাতাবাড়ী ও বাজারঘাট বাংলাদেশ সহায়ক সমিতিদ্বয়ের উদ্যেগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবী দিবস পালন করা হয়। এই উপলক্ষ্যে সকাল ৭ ঘটিকায় প্রায় দেড় সহস্রাধিক হিন্দু মুসলমান নর-নারীর এক বিরাট শােভাযাত্রা বাংলাদেশের স্বীকৃতির দাবী সহ বিভিন্ন ধ্বনি সহকারে এবং রক্ত ঝরার গানে আকাশ বাতাস মুখরিত করিয়া সমস্ত এলাকার প্রধান রাস্তাগুলি পরিক্রমা করে। শােভাযাত্রা শেষে বেলা ১১ ঘটিকায় বাজারঘাট হাইস্কুলের শিক্ষক শ্রীতরণী কান্ত দেবনাথ মহাশয়ের সভাপতিত্বে এক বিরাট জনসভায় বাংলাদেশ সহায়ক সমিতি রাতাবাড়ী তথা সারা কাছাড় মধ্য ইংরেজী শিক্ষক সংস্থার সাধারণ সম্পাদক শ্ৰী আক্ৰম আলী অতি প্রাঞ্জল ভাষায় বাংলাদেশ আন্দোলনের মূল ন্যায্য কারণগুলি বিশ্লেষন [7] করিয়া বর্তমান পরিস্থিতি পর্যন্ত সভাকে বুঝাইয়া দেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখিয়া দেশের এবং জাতির স্বার্থের খাতিরে বাংলাদেশ আন্দোলন সমর্থন করার জন্য উদাত্ত আহ্বান জানান। পঞ্চায়েৎ প্রতিনিধিদলকে দলীয় রাজনীতির উর্দ্ধে থাকিয়া এই ব্যাপারে সক্রিয় অংশ গ্রহণ করার জন্যও আহ্বান জানান। সভার অন্যান্য বক্তাদের মধ্যে বাজারঘাট বাংলাদেশ সহায়ক সমিতির সাধারণ সম্পাদক … কুমার আচার্য্য ও যুব কর্মী … শর্মা প্রধান। সভায় শেখ মুজিবুরের মুক্তি এবং বাংলাদেশের স্বাধীনতা দাবী জানাইয়া প্রস্তাব গৃহীত হয়।

সূত্র: দৃষ্টিপাত, ১১ আগস্ট ১৯৭১