You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের স্বাধীনতায় করিমগঞ্জে অনুষ্ঠান

গত ২১ শে ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা লাভ উপলক্ষ্যে করিমগঞ্জবাসী জনসাধারণ বিজয়ােৎসব পালন করেন। অপরাহ্ন ২ টায় এক বিরাট শােভাযাত্রা ‘ভারত-বাংলাদেশ মৈত্রী জিন্দাবাদ’; ‘শেখ মুজিব-জিন্দাবাদ’; “ইন্দিরা-জিন্দাবাদ’; ইত্যাদি ধ্বনিসহকারে শহর পরিক্রমা করে। বিকাল পাঁচটায় স্থানীয় রাজকীয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক বিরাট জনসভা হয়। পৌর-সভাপতি শ্রীপ্রমােদরঞ্জন চৌধুরী উক্ত সভায় সভাপতিত্ব করেন। সভায় শ্রীধীরেন্দ্রকুমার ভট্টাচার্য শ্রীদেবনাথ দাস, শ্রীনৃপতিরঞ্জন চৌধুরী, শ্রীআবদুল বাছিত, শ্রীকামালুদ্দিন আমেদ, মােঃ আবদুল নূর, শ্রীনিশীথ দাস প্রভৃতি বক্তৃতা দেন। সন্ধ্যায় গৃহে গৃহে আলােক সজ্জা করা হয়।

সূত্র: যুগশক্তি, ২৪ ডিসেম্বর ১৯৭১