You dont have javascript enabled! Please enable it! 1971.06.18 | সৰ্বোদয় সম্মেলনে বাংলাদেশ | যুগশক্তি - সংগ্রামের নোটবুক

সৰ্বোদয় সম্মেলনে বাংলাদেশ
(সুধাংশুমােহন দাসগুপ্ত)

সম্প্রতি নাসিকে সৰ্বোদয় নেতা শ্ৰীসিদ্ধরাজ ডেডার সভাপতিত্বে সৰ্বোদয় সম্মেলনের এক অধিবেশন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন দাদা ধর্মাধিকারী। অভ্যর্থনা সমিতির সভাপতি হিসেবে ভাষনণি] দেন মহারাষ্ট্র বিধান সভার অধ্যক্ষ শ্ৰী টি.এস. ভার্দে।
এবারকার সম্মেলনে পূর্ববঙ্গ তথা বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার সংগ্রামের উপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। পূর্ববঙ্গের ইংরেজী ‘পিপলস’ পত্রিকার সম্পাদক শ্রী আবদুর রহমান ও তাহার সহ-কর্মী শ্রী সােহান সম্মেলনে উপস্থিত ছিলেন। ভারত দ্বিখণ্ডিত হওয়ার পর থেকে পূর্ববঙ্গ পশ্চিম পাকিস্তানের প্রভূত, ঔপনিবেশিকবাদ ও শােষণ নীতির ফলে চরম দূরাবস্থার চিত্র তুলে ধরেন শ্রীআবদুর রহমান। তিনি স্বাধীন বাংলা সরকারের স্বীকৃতি প্রদানে বিশ্ব জনমত গড়ে তােলার আবেদন জানান।
এবারকার সম্মেলনে গৃহীত কয়েকটি প্রস্তাবের মধ্যে আছে (১) বাংলাদেশের সমর্থনে বিশ্ব জনমত গাে[গড়ে তােলা (২) স্বাধীন গণতান্ত্রিক বাংলা রাষ্ট্রকে অবিলম্বে স্বীকৃতি প্রদানের জন্য জনমূতের চাপে ভারত সরকারকে সুদৃঢ় শক্তিশালী করে তােলা (৩) শান্তি পদযাত্রা (৪) সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং দেশকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী রাখার বিষয়ে সজাগ থাকা (৫) বাংলাদেশের যুবকদের নিয়ে সীমান্তে কয়েকটি আত্মরক্ষা ও প্রতিরােধমূলক তরুণ শান্তিসেনা প্রশিক্ষণ শিবির স্থাপন ও (৬) অন্যান্য সহায়তা। প্রথম দিন ভাষণ দানের পর শ্রী জয়প্রকাশ নারায়ণ বােম্বে রওয়ানা হন। তিনি বাংলাদেশের প্রতি বিশ্ব জনমত গঠনে ইউরােপের দেশ পরিভ্রমণে গিয়েছেন।

সূত্র: যুগশক্তি, ১৮ জুন ১৯৭১