বিজ্ঞপ্তি
এতদ্বারা শিলচর ও হাইলাকান্দি মহকুমার জনসাধারণের অবগতির জন্য জানানাে যাইতেছে যে বাংলাদেশের মুক্তিযােদ্ধাদের সাহায্যের জন্য জনসাধারণের নিকট হইতে চাঁদা বা দ্রব্যাদি বাংলাদেশ ত্রাণ বা সহায়ক সমিতি অথবা জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের মারফত বাংলাদেশের পক্ষে একমাত্র অত্র অফিসের প্রতিনিধিরাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সীলমােহর যুক্ত রসিদ প্রদান করতঃ গ্রহণ করিবেন। ৩০-১০-৭১ ইং
শ্রী এস, সি, নন্দী
জনসংযােগ অফিস, বাংলাদেশ সরকার
গােপালগঞ্জ, শিলচর
সূত্র: আজাদ, ৩ নভেম্বর ১৯৭১