You dont have javascript enabled! Please enable it!

ঈদগাহ সমাজ কল্যাণ ছাত্র সমিতির সম্মেলন

মােল্লাগঞ্জ বাটইয়া]- গত ২রা নভেম্বর মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় স্থানীয় ঈদগাহ হাইস্কুলে তরুণ কবি সাহিত্যিক মাে. আব্দুর রকিবের দ্বারা আয়ােজিত ‘ঈদগাহ সমাজ কল্যানণে] ছাত্র সমিতির এক সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত সম্মেলনে করিমগঞ্জ করিমগঞ্জ মহকুমায় সামপ্রতিক সংগঠিত নাশকতামূলক কার্যাবলীর তীব্র নিন্দা করিয়া ছাত্রদিগকে দেশের বর্তমান পরিস্থিতিতে তাদের কর্তব্য সম্পর্কে ওয়াকিবহাল করা হয়। সভায় করিমগঞ্জ কলেজের ছাত্র মাে. আবদুল আজিজ তপাদার সভাপতির ভাষণে বলেন, “আমরা ভারতের মাটীতে জন্মেছি এবং ভারতের মাটীতেই মৃত্যুবরণ করব। উহার উন্নতি অগ্রগতি আমাদের একমাত্র কাম্য। যে সকল দুষ্কৃতকারীরা মাতৃভূমির ক্ষতি সাধনে লিপ্ত হয় তারা দেশের কলঙ্ক। এই সকল কলঙ্কদের সংযত করার জন্য আমি তরুণ ছাত্র সমাজকে আহ্বান জানাচ্ছি” কাছাড় কলেজের ছাত্র উদীয়মান সমাজসেবী মাে. আব্দুর রকিব তার ভাষণে বলেন, “মাতৃভূমিকে ভালবাসা আমাদের ধর্মবিশ্বাসের বুনিয়াদ।” কাজেই যে “পামর মাতৃভূমীর প্রতি অশ্রদ্ধা দেখায় সে ধর্মদ্রোহী।” সভায় ছাত্রেরা মহকুমার বিভিন্ন স্থানে নাশকতা বিরােধী অভিযান চালাবার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং বাংলাদেশের মুক্তি সংগ্রাম সফল হওয়ার জন্য প্রার্থনা করেন। পরিশেষে রােশেনারা বেগম কবি আব্দুর রকিব রচিত “ফিরে এস শেখ মুজিব” কবিতাটি আবৃত্তি করার পর সভা বঙ্গ হয়।
ঈদগাহ সমাজ কল্যাণ ছাত্র সমিতি আরও কয়েকবার বাংলাদেশের মুক্তি সংগ্রামের সমর্থনে সভা সমিতি করেছে এবং ক্রমশঃ দেশ ও সমাজের সেবা এগিয়ে আসছে। এই ছাত্র সমিতি আধুনিক সমাজ উন্নয়নের একটি বলিষ্ঠ প্রতিষ্ঠান। (সংবাদ দাতা)

সূত্র: আজাদ, ১০ নভেম্বর ১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!