You dont have javascript enabled! Please enable it! 1971.04.13 | পৃথিবীর শান্তিকামী এবং মানবতা-দরদী সকল মানুষ ও দেশ পূর্ববাংলার মুক্তিযােদ্ধাদেরে অভিনন্দন | আজাদ - সংগ্রামের নোটবুক

অভিনন্দন ও ধিক্কার

পৃথিবীর শান্তিকামী এবং মানবতা-দরদী সকল মানুষ ও দেশ পূর্ববাংলার মুক্তিযােদ্ধাদেরে অভিনন্দন জানাইতেছে, আর অপর দিকে দেশ বিদেশ হইতে সভ্য জগতের সকলই এহিয়াশাহী জঙ্গী বৰ্ব্বরতার তথা শিশুঘাতক, নারীঘাতক নিরস্ত্র জনতাহন্তা এহিয়া শাহীকে ধিক্কার দিতেছে।।
শিলচর:
গত ২৮ শে মার্চ শিলচরে অনুষ্ঠিত জনসভায় কংগ্রেস সেবী শ্রীপ্রণয় চন্দ, প্রবীণ জনসেবক শ্রীগােলাম ছবীরখান’ বারিষ্টার গােলাম ওসমানী, তারাপদ ভট্টাচাৰ্য্য কমলেন্দু ভট্টাচার্য প্রভৃতি বক্তা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মুক্তি আন্দোলনের সফলতা কামনা করিয়া এবং এহিয়া শাহীর বর্বরতার তীব্র নিন্দা ও ধিক্কার জ্ঞাপন করিয়া বক্তৃতা দেন।
করিমগঞ্জের এক মহতী জনসভাতে অনুরূপ অভিনন্দন ও ধিক্কার ধ্বনি উখিত হইয়াছে। কোচবিহার পশারিহাট:
৩১ শে মার্চ পশারিহাটে সৰ্ব্বাত্মক হরতাল পালিত হয়। বিকালে বিরাট শােভাযাত্রা জঙ্গী এহিয়া খান ও কুচক্রী ভুট্টোর বিরুদ্ধে শ্লোগান জয়বাংলা ও শেখ মুজিবুর জিন্দাবাদ ধ্বনি দিতে দিতে সহর প্রদক্ষিণ করতঃ পরিশেষে এহিয়া ভুট্টোর কুশপুত্তলিকা দাহ করে। মাথাভাঙ্গা সহরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চেন্সেলরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকল বক্তা জয়বাংলা আন্দোলনের সাফল্য কামনা ও সহযােগিতার ইচ্ছা প্রকাশ করিয়া বক্তৃতা দেন।
গৌহাটীতে:
১লা এপ্রিল গৌহাটী সহরে, মালীগাঁও, নুনমাটী, চাঁদমারী এই সকল স্থানে জঙ্গী এহিয়া বিরােধী বিক্ষোভ মিছিল বাহির হয়।
শেখ মুজিবুর রহমানের ছবিতে ফুলের মালা পরাইয়া জয়বাংলা ধ্বনি এবং এহিয়া ভুট্টোর ছবিতে জুতার মালা ঝুলাইয়া এহিয়া ভুট্টোর মুর্দাবাদ ধ্বনি দেওয়া হয়। জয়বাংলা ও জয় মুজিবুর আওয়াজ সারা গৌহাটী কাপাইয়া তােলে।

সূত্র: আজাদ, ১৩ এপ্রিল ১৯৭১