পূর্ববঙ্গে পশ্চিম পাকিস্তানী বাহিনীর পাশবিক অত্যাচারের প্রতিবাদে রাতাবাড়ীতে জনসভা
১০ এপ্রিল বিকাল ৩ ঘটিকায় কাজিরবাজার সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে রামকৃষ্ণনগর আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি শ্রীসুরঞ্জন নন্দীর সভাপতিত্বে রাতাবাড়ীবাসী জনসাধারণের এক বিরাট সভায় শ্ৰী আক্ৰম আলী পূৰ্ব্ববঙ্গে গণবিপ্লবের যুক্তিগত কারণগুলি বিশদভাবে বর্ণনা করেন এবং বিপ্লবকে দমন করার নামে পশ্চিম পাকিস্তানী সৈন্যবাহিনীর পশুশক্তি, বাঙালীর উপর যে পাশবিক অত্যাচার করিতেছে, তাহারও মর্মান্তিক বর্ণনা দেন। অবিলম্বে এই পাশবিক অত্যাচার বন্ধ করার দাবী জানাইয়া সভায় এক প্রস্তাব গ্রহণ করা হয়।
সভায় বাংলাদেশের অস্থায়ী সরকারকে অবিলম্বে স্বীকৃতি দিবার দাবী জানাইয়া আরও প্রস্তাব গৃহীত হয়। শরণার্থীদের সাহায্যার্থে কেন্দ্রীয় ত্রাণ কমিটিকে সহায়তা করার উদ্দেশ্যে একটি ত্রাণ কমিটিও গঠিত হয়। – সভাপতি শ্রীনন্দীর সারগর্ভ ভাষণান্তে সভা ভঙ্গ হয়।
সূত্র: যুগশক্তি, ১৬ এপ্রিল ১৯৭১