করিমগঞ্জ জেলা মুক্তি সংগ্রামী সংঘের সাধারণ সভা
সম্প্রতি করিমগঞ্জ জেলা মুক্তি সংগ্রামী সংঘের সভায় বাংলাদেশের সংগ্রামকে সমর্থন নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং বাংলাদেশের সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরােধ জানানাে হয়। সভায় আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীবিমলা প্রসাদ চালিহা, ফরােয়ার্ড ব্লক নেতা শ্রী হেমন্ত বসু, নব কংগ্রেস নেতা শ্রীনেপাল রায় এবং কুমিল্লার প্রাক্তন মুক্তি সংগ্রামী শ্রীধীরেন্দ্রনাথ দত্তের মৃত্যুতে শােক প্রকাশ করা হয়। সঙ্ঘের যুগ্ম সম্পাদক শ্রীদেবেন্দ্র চন্দ্র শ্যাম পূর্ববাংলার গণমুক্তি আন্দোলনের সাহায্য করার জন্য সকলের নিকট আবেদন জানান।
সূত্র: যুগশক্তি, ২৩ এপ্রিল ১৯৭১