You dont have javascript enabled! Please enable it! 1971.04.23 | কালিগঞ্জে জনসভায় পাকিস্তানী বর্বরতার নিন্দা | যুগশক্তি - সংগ্রামের নোটবুক

কালিগঞ্জে জনসভায় পাকিস্তানী বর্বরতার নিন্দা

(বার্তা পরিবেশক প্রেরিত)। কালিগঞ্জ ১৪ই এপ্রিল-অদ্য বিকাল ৪ ঘটিকায় কালীগঞ্জ বুনীয়াদী বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন বিধায়ক মৌলানা আবদুল মুনীম চৌধুরীর সভাপতিত্বে একটি জনসভা অনুষ্ঠিত হয়। সভার সূচনাতে স্থানীয় যুবনেতা শ্রীকামালউদ্দীন আহমেদ পূর্ব বঙ্গের গণআন্দোলনের পটভূমিকা এবং পাকিস্তান সরকারের বর্বরতার ঘটনাবলী সবিস্তারে বর্ণনা করেন। স্থানীয় বুনিয়াদি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মােঃ এম.এ. লস্কর এবং আরাে কতিপয় বক্তা পূর্ব বঙ্গের নরহত্যার নিন্দা করিয়া ভাষণ দান করেন। সভায় কয়েকটি প্রস্তাব গৃহীত হয়, তন্মধ্যে অবিলম্বে নবগঠিত স্বাধীন বাংলা সরকারকে স্বীকৃতি দান, অবিলম্বে পূর্ব বঙ্গে নরহত্যা বন্ধ করার ব্যাপারে কাৰ্য্যকরী ব্যবস্থা অবলম্বনের জন্য ভারত সরকারকে অনুরােধ করা হয়। উক্ত সভায় পূর্ব বাংলা রিলিফ কমিটি নামে একটি কমিটি গঠন করা হয় এবং সভা স্থলেই কিছুটা অর্থ সংগৃহীত হয়।

সূত্র: যুগশক্তি, ২৩ এপ্রিল ১৯৭১