You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের সমর্থনে-
কালীগঞ্জে জনসভা

বিগত ১৪ই এপ্রিল- বুধবার অপরাহ্ন ৩ ঘটিকার সময় কালীগঞ্জ নিম্ন বুনিয়াদী বিদ্যালয় প্রাঙ্গনে কালীগঞ্জ বাংলাদেশ রিলিফ কমিটির উদ্যোগে এক বিরাট জনসভা আসাম বিধানসভার প্রাক্তন সদস্য মৌলানা আবদুল মুনিম চৌধুরির সভাপতিত্নেতৃ] অনুষ্ঠিত হয় কালীগঞ্জ বাংলাদেশ রিলিফ কমিটির সাধারণ সম্পাদক শ্রী কামাল উদ্দিন আহমদ এক দীর্ঘ ভাষণে পূর্ব বাংলার মুক্তিকামী মানুষের বর্তমান আন্দোলনের পটভূমিকা এবং বর্তমানে আন্দোলনের স্বরূপ ও পাকজঙ্গী শাসকগােষ্ঠীর গণহত্যার অভিযানের স্বরূপ প্রভৃতি আলােচনা করেন। কালীগঞ্জ বুনিয়াদি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মােঃ মুছব্বির আলি লস্কর, দক্ষিণে] করিমগঞ্জ গাঁও পঞ্চায়েত সম্পাদক সংস্থার সাধারণ সম্পাদক শ্রীসেতুল চন্দ্র নমঃশুদ্র, প্রাইমারি শিক্ষক সংস্থার কালীগঞ্জ শাখার সহসভাপতি মােঃ আবদুল হক চৌধুরী এবং স্থানীয় গণ্য মানুষ ব্যক্তিগণের মধ্যে মােঃ জামিল আহমদ ও মৌলানা মােঃ ওসমান প্রমুখ বক্তাগণ বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের সমর্থনে বক্তৃতা করেন। পাক সামরিক চক্রের পাশবিক কার্যকলাপের তীব্র নিন্দা ও বাংলাদেশের আন্দোলনকে সমর্থন করিয়া এবং বাংলাদেশের সরকারকে অনতিবিলম্বে স্বীকৃতিদান, বাংলাদেশকে স্বীকৃতিদানের জন্য আফ্রো-এশিয়ান দেশগুলির সম্মেলন আহ্বান করিতে, নবগঠিত দেশকে সাম্রাজ্যবাদীদের কবল হইতে রক্ষা করিতে তৎপর হইতে, বাংলাদেশে গণহত্যা বন্ধ না করিলে পাক-জঙ্গী সরকারকে অর্থনৈতিক বয়কট করিতে পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলিকে আহ্বান করিতে এবং জাতিসংঘ কর্তৃক স্বীকৃতিদানের ব্যবস্থা করিতে ভারত সরকারের নিকট দাবী জানাইয়া প্রস্তাব গৃহীত হয়, সভাপতি তাহার ভাষণে পাকিস্তান দৃষ্টির মূলে যে। কৃত্রিমতা ছিল তা উল্লেখ করেন।

সূত্র: আজাদ, ২৮ এপ্রিল ১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!