করিমগঞ্জ বাটইয়া বাজারে-
পূর্ণ হরতাল
গত ১০ই এপ্রিল পূৰ্ব্ববঙ্গের দূর্গত ও নির্যাতীত জনগণের প্রতি সমবেদনা জানাইয়া বাজারে সকাল ৬ ঘটিকা পর্যন্ত পূর্ণ হরতাল পালন হয়।
স্থানীয় ঈদগাহ হাই স্কুল ও এম,ই, মাদ্রাসা এবং সিনিয়র মাদ্রাসার ছাত্রগণ ধর্মঘট করিয়া এক বিরাট মিছিল সহ পূর্ববঙ্গে জঙ্গি সরকারের বর্বরােচিত অত্যাচারের তীব্র প্রতিবাদ জানায়।
বিকাল ৪ ঘটিকায় বাজারে এক বিরাট জনসভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় স্থানীয় বক্তারা নিরস্ত্র পূৰ্ব্ববঙ্গের জনগণের উপর পশ্চিমী সেনাবাহিনীর অমানুষিক অত্যাচারের তীব্র নিন্দা করেন।
নিম্নলিখিত প্রস্তাবাদি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ১ম প্রস্তাবে এই সভা স্বাধীন বাংলা সরকারকে অবিলম্বে স্বীকৃতি দেওয়ার জন্য ভারত সরকারকে অনুরােধ জানায়।
২য় প্রস্তাবে উক্ত সভা দূর্গত জনগণকে বিবিধ সাহায্য করিবার জন্য সরকারকে অনুরােধ জানায়।
৩য় প্রস্তাবে নিপীড়িত ও অসহায় পূর্ববঙ্গের জনগণকে সাহায্য করিবার জন্য একটি রিলিফ কমিটি গঠন করে। এই কমিটি স্থানীয় জনসাধারণের নিকট হইতে চাঁদা আদায় করিয়া আঞ্চলিফ রিলিপ কমিটির নিকট পাঠাইবার সিদ্ধান্ত নেয়।
সূত্র: আজাদ, ২৮ এপ্রিল ১৯৭১