ভাগাবাজারে বিরাট জনসভা
বিগত ১১ই মে কাছাড়ের দক্ষিণ প্রান্তবর্তী ভাগাবাজারে সর্ব শ্রেণীর জনগণের এক মহতী সভা হইয়া গিয়াছে। হাজী সাজিদ রাজা মজুমদার সভাপতিত্ব করেন।
সভায় নিম্নলিখিত প্রস্তাবগুলি গৃহীত হয়!
(১) গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশের মানুষদের উপর পাকিস্তানের সামরিক শাসকগণ অকথ্য অত্যাচার চালাইয়াছে। বাংলাদেশের জনগণ বঙ্গবন্ধু মজিবুর রহমানের নেতৃত্বে মুক্তি সংগ্রাম শুরু করিয়াছেন। এই সভা বাংলাদেশের মুক্তিকামী মানুষদের পাশে দাঁড়াইয়া জঙ্গি সরকার ইয়াহিয়ার প্রতি তাদের তীব্র ঘৃণা প্রকাশ করিতেছে।
(২) বাংলাদেশের স্বাধীন সরকারকে অবিলম্বে স্বীকৃতি প্রদানের জন্য এই সভা ভারত সরকারকে অনুরােধ জানাইতেছে।
(৩) বাংলাদেশের যে সকল মুক্তিকামী মানুষ বিপন্ন অবস্থায় আমাদের দেশে আশ্রয় গ্রহণ করিতে বাধ্য হইয়াছে! তাদের সর্বপ্রকার সাহায্য করার জন্য এই সভা জনসাধারণের প্রতি আবেদন জানাইতেছে।
সূত্র: আজাদ, ২৬ মে ১৯৭১