ভারতের শরণার্থী সংখ্যা ৯৫ লক্ষাধিক
বাংলাদেশ থেকে ভারতে আগত শরণার্থীদের সংখ্যা এখন ৯৫ লক্ষ ৮৭ হাজার ৮৯৭ জন। পাক সেনার বর্বর অত্যাচারের ফলে এখনও বহু শরণার্থী বাংলাদেশ থেকে ভারতে চলে আসতে বাধ্য হচ্ছেন। একটি সমীক্ষায় জানা গেছে, দৈনিক প্রায় ১৫,৫০০ শরণার্থী বাংলাদেশ থেকে ভারতে চলে আসছেন। বিভিন্ন রাজ্যে অবস্থানরত শরণার্থীর সংখ্যা নিম্নরূপ:
রাজ্য | শিবিরভুক্ত শরণার্থী | আত্মীয়দের নিকট অবস্থানকারী শরণার্থী |
পশ্চিমবঙ্গ | ৪৯,৬৬,৪৬৩ | ২২,৬২,৬৮১ |
আসাম | ২,০৫,১০৬ | ৮৬,১৮৪ |
মেঘালয় | ৫,৭৬,৭৩৩ | ৭৬,৩৫৫ |
ত্রিপুরা | ৮,৮০,৩১৬ | ৫,২৭,১৪০ |
বিহার | ৯,২৮২ | ৫,২৭,১৪০ |
সূত্র: যুগশক্তি, ১৯ নভেম্বর ১৯৭১