শরণার্থী শিবিরের উস্কৃষ্ট পরিচালন কাম্য
আসামের মুখ্যমন্ত্রীর মন্তব্য
গত ২১ শে সেপ্টেম্বর আসামের মুখ্যমন্ত্রী শ্রীমহেন্দ্র চৌধুরী কামরূপ জিলার সরভােগ শরণার্থী শিবির পরিদর্শন করেন। তিনি রাজ্যের বিভিন্ন স্থানের শরণার্থী শিবিরগুলির উন্নত পরিবেশ ও ভাল ভাল রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা ব্যবস্থার প্রতি বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন এসব বিপন্ন অতিথিদের সেবাসাহায্য সাধ্য পক্ষে কোন ত্রুটি থাকা উচিত নহে।
সেখানে সার্কিট বাংলায় সরকারী কর্মচারীদের সঙ্গে জনসাধারণের নিত্য প্রয়ােজনীয় দ্রব্যাদি সরবরাহের ও সুসম বণ্টনের বিষয়ে আলােচনা করেন।
তিনি অনাবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষি এলাকাসমূহে ক্ষুদ্র সেচ পরিকল্পনাগুলিও পরিদর্শন করেন এবং কৃষকেরা যাহাতে বর্তমান সংকট কাটাইয়া উঠিয়ে পারেন তপ্রতি কর্মচারীদের আন্তরিক সহযােগীতার প্রয়ােজনীয়তার উপর গুরুত্ব দেন।
সূত্র: আজাদ, ৬ অক্টোবর ১৯৭১