কালীগঞ্জ শরণার্থী শিবিরের ঘটনা ও পাকিস্তানী গুপ্তচর চক্র
সম্প্রতি কালীগঞ্জ শরণার্থী শিবিরে যে শান্তিভঙ্গের ঘটনা ঘটে সে খবর পৰ্য্যাপ্ত আজগুবি মিথ্যার প্রলেপ লাগিয়ে পরদিনই পাকিস্তানী বেতারে সাড়ম্বরে প্রচারিত হয়। সংশ্লিষ্ট পুলিশ কর্মচারীর নামধাম কিন্তু পাক বেতারে সঠিকভাবে উল্লেখ করা হয়। দেখা যাচ্ছে অতি দ্রুত সংবাদ পরিবেশন করার যােগ্যতাসম্পন্ন। পাকিস্তানী গুপ্তচর চক্র কালীগঞ্জ বা পার্শ্ববর্তী এলাকায় সক্রিয় আছে এবং আমাদের সরকার তার কোন পাত্তা রাখেন না। উল্লেখ করা প্রয়ােজন, উক্ত পুলিশ কর্মচারীর পুরাে নাম স্থানীয় জনসাধারণের জানা ছিল না, উপরের দিকের কয়েকজন সরকারী কর্মচারী ছাড়া। এ ঘটনা ঘটার কদিন আগে শরণার্থী শিবিরকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টাও হয়েছিল বলে আমরা খবর পেয়েছি। এই সক্রিয় পাকিস্তানী গুপ্তচর চক্রকে শায়েস্তা করার জন্যে পুলিশ কর্তৃপক্ষ চেষ্টা নেবেন কি?
সূত্র: যুগশক্তি, ৩০ জুলাই ১৯৭১