You dont have javascript enabled! Please enable it!

শরণার্থীদের চারদিনের রেশন গায়েব

সাদারাশির কোন স্কুলের প্রায় দেড়শত শরণার্থীকে গত সপ্তাহে সােনাখিরা আধাস্থায়ী শিবিরে স্থানান্তর করা হয়। নিয়মমত স্থানান্তরের আগে তাদের সাত দিনের রেশন সমজিয়া দেওয়ার কথা, কিন্তু সংবাদে প্রকাশ সাদারাশিতে তাদের মাত্র তিন দিনের রেশন দিয়ে গাড়ীতে তুলে দেওয়া হয়, যদিও কাগজপত্রে লেখা থাকে সাতদিনের রেশনই দেওয়া হয়েছে। ফলে সােনাখিরা গিয়ে বাকী চারদিনের রেশনের অভাবে তারা বিপন্ন হয়ে পড়েন। এই অভিযােগটি সম্পর্কে ত্রাণ বিভাগ একটু তদন্ত করবেন কি?

সূত্র: যুগশক্তি, ৩০ জুলাই ১৯৭১