You dont have javascript enabled! Please enable it! 1971.08.06 | ডাউকী অঞ্চলে শরণার্থী আগমন বৃদ্ধি | যুগশক্তি - সংগ্রামের নোটবুক

ডাউকী অঞ্চলে শরণার্থী আগমন বৃদ্ধি

মেঘালয় সীমান্তের ডাউকী অঞ্চলে বাংলাদেশ থেকে এখন আবার ব্যাপক হারে শরণার্থী আগমন শুরু হয়েছে বলে জানা গেছে। সীমান্তের ওপারে জাফলং রাধানগর সেক্টরে তুমুল সংঘর্ষের পর মুক্তিবাহিনী পাক সেনাদের আক্রমণ প্রতিহত করে এবং পাক সেনারা পশ্চাদপসরণ করতে বাধ্য হয়। পলায়নপর পাক সেনারা সন্নিহিত তিনটি গ্রামের ওপর ঝাপিয়ে পড়ে এবং প্রায় একশত গ্রামবাসীকে হত্যা করে। ঐ তিনটি গ্রামের অনেক বাড়ী ঘরও জ্বালিয়ে দেয়। তখন গ্রামবাসীরা সীমান্তের এপারে পালিয়ে আসে। নবাগত শরণার্থী অধিকাংশই বাংলাদেশের সংখ্যাগুরু সম্প্রদায়ের।

সূত্র: যুগশক্তি, ৬ আগস্ট ১৯৭১