আসাম ও মেঘালয়ে শরণার্থীর সংখ্যা ৫, ১৪,৮০৫
বাংলাদেশ থেকে আসাম ও মেঘালয়ে এ পর্যন্ত মােট ৫১৪৮০৫ জন শরণার্থী হয়ে প্রবেশ করেছেন বলে জানা গেছে। শরণার্থী আগমন স্রোত এখনও অব্যাহত আছে। এই শরণার্থীদের মধ্যে মােট ৩৯৫৩৪৭ জন রাজ্যগুলির বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। অবশিষ্ট শরণার্থীরা আশ্রয় নিয়েছেন তাদের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের কাছে। শরণার্থীদের মধ্যে যারা স্কুল এবং কলেজগুলােতে আছেন তাদের এখন নতুন তৈরী আধাস্থায়ী শিবিরগুলিতে স্থানান্তরিত করা হচ্ছে।
সূত্র: যুগশক্তি, ১৬ জুলাই ১৯৭১