You dont have javascript enabled! Please enable it!

ত্রাণ কমিটির পক্ষ থেকে তার-বার্তা

সম্প্রতি বাংলাদেশ ত্রাণ কমিটির পক্ষ থেকে আসামের মুখ্যমন্ত্রী, সাহায্যমন্ত্রী ও ডেপুটি স্পীকারের কাছে তারবার্তা প্রেরণ করে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ থেকে শরণার্থীদের আধাস্থায়ী শিবিরে স্থানান্তরিত করে শিক্ষাদান চালু করা, চা-বাগান সমূহের নাচ ঘর ও অন্যান্য ঘর শিবিরের জন্য ব্যবহার করা, শিবিরে সরবরাহ অব্যাহত রাখা, শিবিরে গৃহ নির্মাণ কাৰ্য্য একজিকিউটিভ ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে চালান প্রভৃতির জন্য দাবী জানান হয়েছে।

সূত্র: যুগশক্তি, ১৬ জুলাই ১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!