আসাম ও মেঘালয় শরণার্থীর সংখ্যা ৫,১৪,৮০৫
বাংলাদেশ থেকে আসাম ও মেঘালয়ের এ পর্যন্ত মােট ৫,১৪,৮০৫ জন শরণার্থী হয়ে প্রবেশ করেছেন বলে জানা গেছে। শরণার্থী আগমন স্রোত এখনাে অব্যাহত আছে। এই শরণার্থীদের মধ্যে মােট ৩,৯৫,৩৪৭ জন রাজ্যগুলির বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন তাদের আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের কাছে শরণার্থীদের মধ্যে যারা স্কুল এবং কলেজগুলােতে আছেন তাদের এখন নতুন তৈরী আধাস্থায়ী শিবিরগুলিতে স্থানান্তরীত করা হচ্ছে।
সূত্র: আজাদ, ২৮ জুলাই ১৯৭১