সদর-গাঁও পঞ্চায়েতের প্রশংসনীয় কাজ
বাংলাদেশাগত শরণার্থীদের এবং মুক্তিফৌজের সাহায্যার্থে নওগাঁ জিলার সদরগাঁও পঞ্চায়েত ৬ কুইন্টাল চাউল এবং মুক্তিফৌজের পােষাকের জন্য ১৪০ টাকা নগদ দেওয়ার প্রস্তাব গত ৮ই জুন তারিখের সভায় গ্রহণ করিয়াছেন। ইতিমধ্যে ২ কুইন্টাল চাউল সংগৃহীত হইয়াছে। চাউল ও টাকা যােগীজান আঞ্চলিক পঞ্চায়েত কর্তৃপক্ষের মারফতে যথাস্থানে দেওয়া হইবে।
গাঁও পঞ্চায়েত সভাপতি মােঃ তৈয়বুর রহমান লস্কর, সদস্যগণ মােঃ মকদ্দছ আলী বড়ভূঁইয়া, আজিজুর রহমান মাঝারােভূঁইয়া এবং সম্পাদক মােঃ তফজুল আলী বড়ভূঁইয়া ও স্থানীয় যুবকবৃন্দ এই মহৎ কাজে অগ্রণী হইয়াছে।
সূত্র: আজাদ, ৭ জুলাই ১৯৭১