You dont have javascript enabled! Please enable it! 1971.06.25 | শরণার্থীদের স্থায়ী শিবিরে অপসারণ সুরু | যুগশক্তি - সংগ্রামের নোটবুক

শরণার্থীদের স্থায়ী শিবিরে অপসারণ সুরু

করিমগঞ্জ মহকুমার মফঃস্বলে সােনাখিরা, চরগােলা, পাথু, দাসগ্রাম প্রভৃতি অঞ্চলে বাংলাদেশ থেকে আগত শরণার্থীদের জন্যে যে সমস্ত স্থায়ী শিবির স্থাপিত হয়েছে, শহরের বিভিন্ন শিবির থেকে শরণার্থীদের সেগুলােতে পাঠানাে সুশুিরু হয়েছে। ইতিমধ্যে বিরজা সুন্দরী, ভিখমৰ্চা, পাব্লিক ও মদনমােহন বালিকা বিদ্যালয় শিবির থেকে শরণার্থীদের সরিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন অত্যন্ত শৃঙ্খলাপূর্ণভাবে যােগ্যতার সঙ্গে শরণার্থী অপসারণের কাজ সম্পন্ন করছেন।
শিবির হিসেবে যে সমস্ত বিদ্যালয় গৃহগুলি ব্যবহৃত হয়েছিল, সেগুলাের অবস্থা অত্যন্ত শােচনীয় রূপ ধারণ করেছে। খুব ভালােভাবে জীবাণুমুক্ত না করে স্কুল কলেজ খােলা সংগত হবে না বলে অভিভাবকরা মত প্রকাশ করছেন।

সূত্র: যুগশক্তি, ২৫ জুন ১৯৭১