শরণার্থীরা স্বাধীন বাংলায় ফিরে যাবেন
প্রতিরক্ষামন্ত্রী শ্রীজগজীবনরামের উক্তি
আগরতলা, ২৬ শে জুন, ১৯৭১ ইং
‘বাংলাদেশের সংগ্রামে আমাদের আরও ত্যাগ স্বীকার করতে হবে। এ মহান যজ্ঞে আরও আত্মবলিদান। প্রয়ােজন। বাংলাদেশে গণতান্ত্রিক শাসন কায়েম হবেই।’ আজ মােহনপুরে এক সভায় ভাষণ প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী শ্রীজগজীবনরাম একথা বলেন। মােহনপুরের ক্যাম্পবাসী শরণার্থীদের সামনে শ্রীরাম বলেন যে, পূর্ববাংলার ইয়াহিয়ার সৈনিক বাংলার মুক্তি সংগ্রামীদের দমাতে পারবে না। এখানে যদিও শরণার্থী আগমন বন্ধ হয়নি তবে শরণার্থীরা স্বাধীন বাংলায়—মুজিবের গণতান্ত্রিক বাংলাদেশে ফিরে যাবেন। আমরা এমন ব্যবস্থা নেব যাতে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করতে পারেন। প্রতিরক্ষামন্ত্রী বলেন শরণার্থী ত্রাণে ভারতের দৈনিক দেড় কোটি টাকা খরচ হচ্ছে। ভারত দরিদ্র দেশ। ভারতের অনেক উন্নয়নমূলক পরিকল্পনা আছে তবু শরণার্থীদের ত্রাণের কাজে ভারত মানবিকতাকে অগ্রে স্থান দিবে। বাংলাদেশের সংগ্রাম পৃথিবীর ইতিহাসে এক মহান ঘটনা। এই সংগ্রামে হাত মিলিয়েছেন বাংলাদেশের নারী, পুরুষ ও শিশু সবাই। আপনারা জয়যুক্ত হবেনই। এই সভায় মুখ্যমন্ত্রী শ্রীশচীন্দ্রলাল সিংহ বাংলাদেশের মুক্তি সংগ্রামীদের অভিনন্দন জানান এবং স্বাধীন বাংলায় যাতে শরণার্থীরা ফিরে যেতে পারেন তার আশা প্রকাশ করেন।
সূত্র: আজাদ, ১৪ জুলাই ১৯৭১