You dont have javascript enabled! Please enable it!

শরণার্থীদেরে ফিরিয়া যাইতে হইবে
রথীন সেন

ঈদানীং আসাম বিধান সভায় উপাধ্যক্ষ শ্রীরথীন্দ্র নাথ সেন খাসিয়া জৈন্ত পাহাড় জিলায় কতিপয় শরণার্থী শিবির পরিদর্শন করিয়াছেন।
গত ২৪ শে জুন তারিখে তিনি বালাত ও মাইলাম শিবির পরিদর্শনান্তে সমবেত উদ্বাস্তুদের সমাবেশে ভাষণ দান প্রসঙ্গে বলেন কোন আশ্রয় প্রার্থীকে এদেশে স্থায়ীভাবে বসবাস করিতে দেওয়া হইবে না; বর্তমানে তাহাদেরে অতিথি হিসাবেই এখানে থাকিতে হইতেছে। হঠাৎ এত সংখ্যক আগন্তুকের স্থান দান করা এবং খাদ্যাদি সরবরাহ করা কষ্টকর হইয়াছে। তবুও বিশেষ তৎপরতার সহিত যথাসাধ্য সেবা সাহায্যের ব্যবস্থা করা হইতেছে।।
তিনি বক্তৃতা প্রসঙ্গে পাকজঙ্গীদের অমানুষিক ক্রিয়াকলাপে দুঃখ প্রকাশ করিয়া বলেন ইতিহাসে এরকম বর্বরতার তুলনা নাই।
সবল স্বাস্থ্যবান যুবকদের মুক্তিফৌজে যােগদান করিয়া তাহাদের মাতৃভূমির মুক্তির সংগ্রামে আত্মনিয়ােগ করার কথা তিনি জোর দিয়া বলেন। বাংলাদেশে সুস্থ পরিবেশ সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে শরণার্থীদেরে স্ব স্ব স্থানে ফিরিয়া যাওয়ার জন্য তিনি উপদেশ দেন। শ্রীসেন আরাে বলেন শরণার্থীরা আত্মীয়দের গলগ্রহ হইয়া আত্মীয়দের উপর চাপ সৃষ্টি করা উচিত নহে।
পরিশেষে তিনি বলেন আশ্রয় শিবিরগুলির পরিচালকদের সঙ্গে সহযােগীতা করিয়া চলা আশ্রিত সকলের কৰ্ত্তব্য।

সূত্র: আজাদ, ৭ জুলাই ১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!