You dont have javascript enabled! Please enable it!

শরণার্থী স্থানান্তরে রুশ বিমান

গত ১৫ই জুন পশ্চিমবঙ্গে আগত বাংলাদেশের শরণার্থীদের একটি বড় দলকে রুশবিমানের সাহায্যে মধ্যপ্রদেশের মানা নামক স্থানের আশ্রয় শিবিরে নেওয়ার কাজ আরম্ভ হইয়াছে। মানাতে ৫ হাজার শরণার্থীকে স্থান দেওয়া হইয়াছে। রুশ গবর্ণমেন্ট বাংলাদেশের শরণার্থীদের সেবায় নানাভাবে কাজ করিতেছেন।

সূত্র: আজাদ, ২৩ জুন ১৯৭১