You dont have javascript enabled! Please enable it!

লাতু সীমান্ত দিয়ে শত শত শরণার্থীর ভারতে প্রবেশ

লাতু সীমান্ত থেকে প্রাপ্ত এক সংবাদে প্রকাশ যে, প্রত্যহ শত শত শরণার্থী এই সীমান্ত দিয়ে ভারতে এসে আশ্রয় নিচ্ছেন। এ পর্যন্ত প্রায় ১৮ হাজার শরণার্থী ঐ সিমান্ত দিয়ে ভারতে এসেছেন।
শরণার্থীদের কাছ থেকে খান সেনাদের অত্যাচারের যে সমস্ত সংবাদ পাওয়া যাচ্ছে তাতে জানা যায় যে, বালাগঞ্জ থানার নিজবুরুঙ্গা গ্রামে খান সেনারা একটি শান্তি কমিটি গঠনের জন্য স্থানীয় হিন্দু ও মুসলমান জনসাধারণকে ডাকে। প্রায় হাজার খানেক লােক বুরুঙ্গা হাইস্কুলে গিয়ে সমবেত হন। খান সেনারা প্রায় একশত জন হিন্দুকে আলাদা করে দড়ি দিয়ে বেঁধে রাখে এবং পরে মেশিনগান থেকে গুলি করে ৭১ জনকে হত্যা করে। এদের মধ্যে শ্রীহট্টের সহকারী উকিল শ্রীরামরঞ্জন চক্রবর্তীও আছেন। একই দিনে মৌলভী বাজারের নিকটে আরাে বহু হিন্দু ও মুসলমানকে পাক সেনারা হত্যা করে।

সূত্র: যুগশক্তি, ২৫ জুন ১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!