রাতাবাড়ী শরণার্থী
বিগত ১৮/১৯/২০/২১ তারিখ রাতাবাড়ী থানা এলাকার স্থানীয় এম, এল, এ, শ্রী বিশ্বনাথ উপাধ্যায় এবং স্থানীয় সমাজসেবী যুবক নেতা মােঃ কালামিয়া সহ দুইজন এক সংগে মিলিতভাবে থানা এলাকায় যে সমস্ত শরণার্থী কেম্প করা হইয়াছে, এই সমস্ত কেম্পগুলি চারদিন ব্যাপিয়া পরিদর্শন করেন। তিনি কালীবাড়ী নেতাজীনগর, রামকৃষ্ণনগর, আনিপুর, দুর্লভছড়া ভেটাইরবন্দ, অলিবিয়াছড়া, এই প্রত্যেকটি ক্যাম্পের নিরাশ্রয় ব্যক্তিদিগকে কিভাবে সাহায্য করিতে পারেন তার জন্য বিশেষভাবে চেষ্টা চালাইতেছেন বলিয়া জানা যায়। এবং প্রত্যেকটি ক্যাম্পের শরণার্থীদিগকে ক্যাম্পে কি অভাব অভিযােগ জানিতে চাহিলে তাহারা উত্তরে বলেন অন্য কোন খাদ্য বাবদ অভাব আমাদের নাই কিন্তু একমাত্র জলের অভাব ক্যাম্প গুলিতে আছে বলে তারা মত প্রকাশ করেছেন। উত্তরে শ্রীউপাধ্যায়জী বলেছেন পাবলিক হেলথ বিভাগীয় কর্তৃপক্ষের সংগে আলােচনা করে জলের ব্যবস্থা করবেন বলে তাদের আশ্বাস দেন, এবং অন্যান্য ডাক্তারী চিকিৎসা বন্দোবস্ত করা অতিসত্ত্বর হবে বলে তিনি আশ্বাস দেন বলিয়া জানা যায়।
সূত্র: আজাদ, ৯ জুন ১৯৭১