বাংলাদেশের শরণার্থী
অদৃষ্টের পরিহাসে পশ্চিম পাকিস্তানের খান সেনারা বাঙ্গালা দেশের লক্ষ লক্ষ মা-ভাই বােনকে ভিটামাটি ছাড়াইয়া আমাদের দেশে পাঠাইয়া দিয়াছেন। মানুষ কি পৰ্যায়ে পড়িলে নিজেদের পিতৃপুরুষের বাস্তুভিটা ত্যাগ করে, তাহা ভাষায় প্রকাশ করা কঠিন।
আমাদের সরকার যথাসাধ্য শরণার্থীদের সেবা সাহায্য করিতেছেন অবশ্য প্রয়ােজন এবং পরিমাণের অনুপাতে ঐ গুলি যথেষ্ট নহে ইহা বলাই বাহুল্য।
বর্ষায় শরণার্থীরা যাহাতে সত্যিকারভাবে মাথা গুজিবার স্থান পান, একান্ত প্রয়ােজনীয় খাদ্যাদি এবং শিশুদের খাদ্য, ঔষধপথ্য পান সে দিকে আন্তরিকতার সহিত লক্ষ্য রাখা সরকারের কর্তব্য। যতদিন পর্যন্ত শরণার্থী স্ব স্ব বাস্তুভিটায় প্রত্যাবর্তন করিতে না পারেন বা ফেরৎ যাওয়ার পরিবেশ রচিত না হয় ততক্ষণ পৰ্যন্ত তাহাদের সর্বপ্রযত্নে ভরণপােষণের দায় দায়িত্ব চালাইয়া যাইতে হইবে।
এ ব্যাপারে সরকারের সহিত বেসরকারী মহলের ও সংস্থাসমূহের পরিপূর্ণ সহযােগিতা এবং বাস্তব ভিত্তিক কার্যকারিতা প্রয়ােজন।
সূত্র: আজাদ, ১৬ জুন ১৯৭১