প্রত্যেক শরণার্থীকে ৩১ শে মের মধ্যে পারমিট নিতে হইবে
রাজ্য সরকারের প্রেসনােটে নির্দেশ দান
আসাম সরকার এক প্রেসনােট প্রকাশ করিয়া জানাইয়াছেন যে, ভারত সরকারের আদেশ অনুসারে ১৯৬৪ সালের বৈদেশিক নাগরিক আইন অনুসারে বাংলাদেশ হইতে আগত প্রত্যেক শরণার্থীকে এই দেশে অবস্থানের জন্য পারমিট সংগ্রহ করিতে হইবে। এই আদেশ জারী করবার পূর্বে যাহারা এই দেশে প্রবেশ করিয়াছেন, তাহারা যেন আগামী ৩১ মের পূর্বে নাম তালিকাভুক্ত করাইয়া দেন। এর পরে যাহারা এই দেশে প্রবেশ করিবেন, তাহাদের ২৪ ঘণ্টার মধ্যে নাম তালিকাভুক্ত করিতে হইবে। ঐ আদেশে আরাে বলা হইয়াছে যে অস্থায়ীভাবে ভারতে থাকার জন্য প্রচুর সংখ্যক শরণার্থীকে অনুমতি দেওয়া হইবে, তবে কোন লােক বিদেশে গেলে যেমন অনুমতি পত্রাদি লাগে, এই ক্ষেত্রেও তাহা দরকার হইবে। উদ্বাস্তু শিবির বা থানায় এই ধরণের পারমিট দেওয়ার ব্যবস্থা হইয়াছে। এই আদেশ লঙ্ঘিত হইলে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হইবে।
সূত্র: যুগশক্তি, ২১ মে ১৯৭১