You dont have javascript enabled! Please enable it! 1971.05.21 | রেডক্রশের সেবাকার্য্য | যুগশক্তি - সংগ্রামের নোটবুক

রেডক্রশের সেবাকার্য্য

করিমগঞ্জ রেডক্রশ সােসাইটি বর্তমান শরণার্থী সমস্যার পরিপ্রেক্ষিতে সীমিত সামর্থ্য নিয়াও ব্যাপক সেবাকাৰ্য্য চালাইতেছেন। মহকুমার সর্বত্র গুড়া দুধ, বেবীফুড, বার্লি, জামা কাপড় বিতরণ ছাড়াও ২৪টি কেন্দ্রে তাহারা প্রাথমিক চিকিৎসা কেন্দ্র খুলিয়াছেন। তাহা ছাড়া শহরের পাঁচটি শিবিরের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় দায়িত্ব সােসাইটি নিয়াছেন। রেডক্রশ এবং ইণ্ডিয়ান মেডিকেল এসােসিয়েশনের ডাক্তাররা প্রত্যহ ওই ক্যাম্পগুলির পরিদর্শন করিয়া ঔষধাদির ব্যবস্থা করেন। ভ্রাম্যমান চিকিৎসকের মাধ্যমে মফঃস্বলের ক্যাম্প পরিদর্শনের ও ফাস্ট এড ছাড়াও অন্য ঔষধ পথ্যাদি দানের সাধ্যমত প্রয়াসও রেডক্রশ নিয়াছেন।

সূত্র: যুগশক্তি, ২১ মে ১৯৭১