বালাটে শরণার্থীদের দুর্দশা
মেঘালয়ের বালাট শরণার্থী শিবিরে বাংলাদেশ আগত শরণার্থীরা অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছেন বলে রােজই সংবাদ পাওয়া যাচ্ছে।
মেঘালয়ের অন্যান্য স্থানে যে সকল শরণার্থীরা আশ্রয়ের আশায় গিয়েছিলেন স্থানীয় অধিবাসীরা জোর করে তাদেরকে বালাট কেম্পে ঠেলে দিয়েছেন। ফলে বহু শরণার্থী মুক্ত আকাশের নীচে বাস করেছেন। শিবির অধিবাসীদের ৮/১০ দিন কোন রেশনও দেওয়া হয় নাই বলিয়াও সংবাদ পাওয়া যাইতেছে। শুধু ইহাই নয় সেখানে কলেরা রােগ মহামারী আকারে দেখা দিয়েছে, শরণার্থী যারা সর্বস্ব ত্যাগ করে প্রাণের ভয়ে চলে এসেছিলেন বালাটের কষ্ট সহ্য করতে না পেরে অনেকেই ফিরে যাওয়ার তােড়জোড় কচ্ছেন বলে প্রকাশ। অবিলম্বে এই সকল শরণার্থীদের অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করি।
সূত্র: দৃষ্টিপাত, ৯ জুন ১৯৭১