You dont have javascript enabled! Please enable it! 1971.05.05 | দৃষ্টিহীনের দৃষ্টিপাত | দৃষ্টিপাত - সংগ্রামের নোটবুক

দৃষ্টিহীনের দৃষ্টিপাত

সর্বশেষ সংবাদে জানা যায় যে, শ্রীহট্ট ঢাকা দক্ষিণের মহাপ্রভুও শরণার্থীর পর্যায়ে পড়িয়াছেন। সম্প্রতি অতি কষ্টে মুক্তিবাহিনীর কতিপয় ব্যক্তির সহায়তায় “শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভু” করিমগঞ্জ আসিয়া পৌছিয়াছেন। শত শত লােকের আশ্রয়স্থল ঢাকা দক্ষিণের কালীকৃষ্ণ চৌধুরীর বাড়ীটি আগুন লাগাইয়া ধ্বংস করা হইয়াছে। মহাপ্রভুর সেবার খরচ সঙ্কুলানের জন্য ঠাকুর বাড়ী বাজারের যে দোকানগুলি ছিল খানদের সহায়তায় লীগপন্থী মুসলমানরা তাহা লােটালুটপাট করিয়াছে। আতঙ্কে নিঃস্ব প্রায় সমগ্র গ্রামবাসীরা এক বস্ত্রে ভারতের মাটিতে আসিয়া আশ্রয় নিয়াছে। একান্নপীঠের অন্যতম শ্রীহট্ট গােটাটিকরের শিববাড়ী ও তৎসন্নিহিত সমগ্র গ্রামের লােকজন পলাইয়া বাচিয়াছেন, কেহ কেহ মেসিনগানের গুলির আঘাতে প্রাণত্যাগও করিয়াছেন।

সূত্র: দৃষ্টিপাত, ৫ মে ১৯৭১