You dont have javascript enabled! Please enable it! 1971.05.12 | হাফলং কালচারেল এসােসিয়েশন | আজাদ - সংগ্রামের নোটবুক

হাফলং কালচারেল এসােসিয়েশন

গত ২৫শে এপ্রিল বিকাল ৫টায় হাফলং কালচারেল এসােসিয়েশনের এক জরুরী সভায় বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আলােচনা হয়।
সৰ্ব্ব প্রথম শ্রীসােনারাম থাওসেন বর্তমান অবস্থা ব্যাখ্যা করেন। তৎপর সৰ্বশ্রী আই-বি রায়, এস রায় চৌধুরী; এন এল দাউলাগুপাে, অমরেশ ভট্টাচাৰ্য্য ও শ্রীমতী মল্লিকা চৌধুরী পাক শাসকদের নিষ্ঠুর আচরণ এবং বাংলাদেশবাসীদের একতা, সংগ্রাম ইত্যাদি বিষয়ে বক্তৃতা করেন।
সভা একটি প্রস্তাবে বাংলাদেশের স্বীকৃতি দান বিষয়ে ভারত সরকারকে অনুরােধ করেন। অপর একটি প্রস্তাবে বাংলাদেশাগত সৰ্বহারাদের যথােচিত সাহায্য সহায়তা দানের জন্য সকলকে অনুরােধ করা হয়।
শ্রীনিত্যানন্দ দাউলাপােপু সভায় সভাপতিত্ব করেন। নিম্নোক্ত ব্যক্তিগণকে লইয়া বাংলাদেশ দুর্গতি ত্রাণ কমিটি গঠিত হয়:
১. শ্রীএন আর থাওসেন (আহ্বায়ক)
২. শ্রীএন এল চৌধুরী সদস্য
৩. এন এন বরুয়া ’’
৪. এ কে চৌধুরী ’’
৫. আই বি রায় (তহবিলদার)

সূত্র: আজাদ, ১২ মে ১৯৭১