বাংলাদেশ ত্রাণ কমিটি
পূর্ব বাংলার ভয়াবহ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গত ১লা এপ্রিল করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক শ্রীমন্মথনাথ দত্তের আহ্বানে শহরের বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে কংগ্রেস অফিসে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অবস্থার মােকাবিলা করার জন্য নিম্নোক্ত ব্যক্তিবর্গকে নিয়া করিমগঞ্জ বাংলাদেশ ত্রাণ কমিটি গঠন করা হয়।
সভাপতি—শ্রীসুরেশচন্দ্র দেব, সহ-সভাপতি—শ্রীনলিনীকান্ত দাস, শ্রীপ্রমােদরঞ্জন চৌধুরী, শ্রীআবু মােহাম্মদ আবদুল নূর, কোষাধ্যক্ষ—শ্রীরাজেন্দ্রলাল রায়। এ ছাড়া আরও কতিপয় ব্যক্তিকে এই কমিটির সদস্য মনােনীত করা হয়।
ত্রাণ কমিটির এক আবেদনে পূর্ব বাংলার নিপীড়িত শরণার্থীরা করিমগঞ্জ সীমান্তে ভারত ভূমিতে আসা মাত্র ‘ত্রাণ কমিটির সঙ্গে যােগাযােগ স্থাপনের জন্য অনুরােধ করা হয়। ইহা ছাড়াও আর্ত মানবাত্মার সাহায্যার্থে সাধ্যমত দান করার জন্যও জনসাধারণের কাছে আবেদন জানানাে হয়।
সূত্র: যুগশক্তি, ১৬ এপ্রিল ১৯৭১