পূর্ববঙ্গ হইতে শরণার্থী আগমন অব্যাহত
পাকিস্তানী সামরিক বাহিনীর আক্রমণে ভীত ও সন্ত্রস্ত শরণার্থীদের আগমন এখন পর্যন্ত ব্যাপক হারে চলিতে থাকায় স্থানীয় প্রশাসনকে সহরে চারটি ও মফস্বলে চারটি সর্বমােট আটটি ক্যাম্প খুলিতে হইয়াছে। সরকারী ত্রাণ বিভাগে যথেষ্ট সংখ্যক কর্মচারী না থাকায় অন্যান্য বিভাগ হইতে কর্মচারী আনিয়া এই সমস্যার মােকাবিলা করিতে হইতেছে। বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ ত্রাণ সমিতি, উল্কা ক্লাব, রেডক্রস, যুব কংগ্রেস প্রভৃতিও ত্রাণকার্যে সহায়তা করিতেছেন।
সূত্র: যুগশক্তি, ১৬ এপ্রিল ১৯৭১