You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে প্রতিনিধিদল

বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত শহর করিমগঞ্জে হাজার হাজার শরণার্থীদের আগমনে অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছে। পাকিস্তানী মুদ্রা পরিবর্তনে ব্যবসায়ীরা অতি মুনাফা সুশুিরু করেছেন। দ্রব্যমূল্য অস্বাভাবীক বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়াও ত্রাণ কার্য্যে বিভিন্ন ধরণের অসুবিধা সৃষ্টি হয়েছে। এই সকল বিষয় উচ্চ পর্যায়ে আলােচনা করার জন্য করিমগঞ্জ “বাংলাদেশ ত্রাণ কমিটীর” পক্ষে সভাপতি শ্রীসুরেশচন্দ্র দেব, সহসভাপতি শ্রীনলিনী কান্ত দাস ও বিধায়ক শ্রীরথীন্দ্রনাথ সেন গত ১৮ই এপ্রিল শিলং রওয়ানা হয়ে গেছেন। সেখান থেকে তারা কোলকাতা হয়ে দিল্লী পৰ্য্যন্ত যেতে পারেন বলে জানা যায়।

সূত্র: দৃষ্টিপাত, ২১ এপ্রিল ১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!