You dont have javascript enabled! Please enable it! 1971.05.05 | বাংলাদেশ ত্রাণ কমিটী | দৃষ্টিপাত - সংগ্রামের নোটবুক

বাংলাদেশ ত্রাণ কমিটী

করিমগঞ্জ বাংলাদেশ ত্রাণ কমিটীতে যারা দান দিয়েছেন কোষাধ্যক্ষ শ্রীরাজেন্দ্রলাল রায় তার নিম্নোক্ত হিসাব প্রকাশ করেছেন।
শ্রীনারায়ণ ভাণ্ডার- ১ বস্তা আলু ১ ব. পিয়াজ, ১ টিন তৈল, ১ ব. লবন, আবদুল রাকিব ১ব, আলু, ১ব. পিয়াজ, মেসার্স পি সি পি আর পি কে রায়- ২ব. পিঁয়াজ, ললিত রায়- ১. পিঁয়াজ, রাকেশ চন্দ্র রাশবেহারী দত্ত- ১০টা, রসীদ আলী হাদী- ৪০টা, জয়রাম দত্ত সােপ ওয়ার্কস-৫১ টা, আবদুল মন্নান- ৫টা, গােপেন্দ্র চন্দ্র রায়-১১টা, প্রফুল্ল ঘােষ-২৫ টা, পবিত্র মােহন বণিক-৫১ টা, সুনীল চন্দ্র সাহা-১১টা, যদুলাল পাল-২ ব, লবন, মাতলাল পাল- ১. লবণ, কমলা ভাণ্ডার- ২ব, লবণ, ব্রজ গােপাল রায়-১১টা, মেসার্স মনমহন নারায়ন দাস-১০১ টা, পরিতােষ চন্দ্র রায়-১ব. ডাইল, শ্ৰীশ চন্দ্র দাস-১০টা, মেসার্স রাধা বিলাস সুরেশ চন্দ্র বণিক-৫১ টা, প্রফুল্ল কুমার দাস- ২৫ টা, হাজী উলফৎ আলী- ১৫ টা, সুধাংশু মােহন দেব- ১ব. লবণ,
১ব পিয়াজ , দ্বিজেন্দ্র লাল দেব- ১. লবণ, কৃষ্ণধন পাল-১ ব. পিয়াজ, বিনােদ বিহারী দে- ৫ টা, পুলিন বেহারী দে- ১০টা, বিশ্বশ্বর দাস ১ ড্রাম কেরােসিন, মেসার্স শিব সাগর মিশ্র- ১. লবণ, সূৰ্য কুমার দে১ব, লবণ, ১ব. ডাইল, ১টিন তৈল, হাজী ইয়াছিন আলী- ১ ব. আলু, শ্রী বিপিন বিহারী রায়- ১. লবণ, আ: খালিক আয়ুব আলী- ১ব, আলু, ১ব. পিঁয়াজ, শিব নন্দন সিং- ১ ব. লবন, জেঠমল- ১টিন তৈল, মেসার্স জহীর আলী-২৫ টা, অদ্বৈত চরণ রায়-১৫ টাকা, মহেন্দ্র ভাণ্ডার-২৫ টাকা, সুনীল রায়-১০ টাকা, জ্ঞানদা প্রসাদ বণিক- ২৫ টাকা, শ্যামসুন্দর বণিক- ৫১ টাকা, আ: কাদের-২ প্যাকেট লুঙ্গি, রমেশচন্দ্র বণিক- ৫ টাকা, শংকর ট্রেডিং -২৫ টাকা, ঠাকুর দাস গুরুপদ দাস ২৫ টাকা, বিশ্বম্ভর বণিক ৩৫ টাকা, মালক্ষ্মী ভাণ্ডার-২টাকা, হরিপদ দাস- ২৫ টাকা।

সূত্র: দৃষ্টিপাত, ৫ মে ১৯৭১