You dont have javascript enabled! Please enable it! 1971.12.03 | নির্লজ্জ পাকিস্তানী আক্রমণের সমুচিত জবাব দেওয়া হবে- বেতার বক্তৃতায় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর ঘােষণা | যুগশক্তি - সংগ্রামের নোটবুক

নির্লজ্জ পাকিস্তানী আক্রমণের সমুচিত জবাব দেওয়া হবে
জরুরী বেতার বক্তৃতায় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর ঘােষণা

আজ মধ্যরাত্রে এক জরুরী বেতার ভাষণে প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বলেন যে আজ সন্ধ্যায় ভারতের পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিগুলির উপর বিনা প্ররােচনায় সুপরিকল্পিত বিমান আক্রমণ চালিয়ে পাকিস্তান যে নির্লজ্জ দুঃসাহস দেখিয়েছে, তার সমুচিত এবং মনে রাখার মত জবাব দেওয়া হবে। বাংলাদেশের জনসাধারণের বিরুদ্ধে পাকিস্তানী সামরিক গােষ্ঠী যে যুদ্ধ শুরু করেছিল, বর্তমানে তা ভারতের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ভারতবর্ষ শান্তিপ্রিয় দেশ, কিন্তু সে শান্তি স্থায়ী করার জন্যে এবং ভারতের মৌলিক নীতিগুলাের সংরক্ষণের জন্যে ভারতীয় জনসাধারণ এ চ্যালেঞ্জের মােকাবিলা করবে। প্রধানমন্ত্রী বলেন যে তিনি বিশ্বের সর্বত্র বাংলাদেশ সমস্যার গুরুত্ব ও মূল কারণগুলি নির্দেশ করে আলােচনা চালিয়েছেন, কিন্তু অধিকাংশ রাষ্ট্রই ঐ সমস্যার মূলে না গিয়ে শুধুমাত্র প্রতিক্রিয়াগুলাে সম্পর্কে বক্তব্য রাখছেন। পরিশেষে প্রধানমন্ত্রী দেশবাসীকে এক দীর্ঘস্থায়ী সংগ্রামের জন্য প্রস্তুত হতে আহ্বান জানান। দেশে যে জরুরী পরিস্থিতি ঘােষণা করা হয়েছে, তাও তিনি বক্তৃতায় উল্লেখ করেন।

সূত্র: যুগশক্তি, ৩ ডিসেম্বর ১৯৭১