You dont have javascript enabled! Please enable it!

পশ্চিম ভারতের সর্বত্র অতর্কিত পাকিস্তানী বিমান হামলা

ভারতের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের চরম পদক্ষেপ হিসেবে পাকিস্তানী বিমান বাহিনী পশ্চিম ভারতের পাঠানকোট, আম্বালা, অমৃতসর, যােধপুর, জয়শলমীর, শ্রীনগর প্রভৃতি সামরিক গুরুত্বপূর্ণ বিমানঘাটির উপর আজ ৩রা ডিসেম্বর বিকাল পাঁচটায় একই সঙ্গে ব্যাপক হামলা চালায়। সঙ্গে সঙ্গে ভারতীয় বিমান বিধ্বংসী কামানগুলাে গরজে ওঠে এবং তিনটি পাকিস্তানী বিমান ভূপতিত হয়। ভারতীয় বিমান ক্ষেত্রগুলাে এই হামলার আদৌ ক্ষতিগ্রস্ত হয় নি।
প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এই সময়ে কলকাতার জনসভায় ভাষণ দিচ্ছিলেন। সন্ধ্যার পর দিল্লী প্রত্যাবর্তন করলে তাকে এই সংবাদ দেওয়া হয়। ভারতীয় বিমান বাহিনীও আজ মধ্যরাত্রেই প্রতিশােধাত্মক ব্যবস্থা হিসেবে পাকিস্তানী বিমান ক্ষেত্রগুলির উপর আক্রমণ চালিয়ে ঐগুলাের ব্যাপক ক্ষতি সাধন করে।

সূত্র: যুগশক্তি, ৩ ডিসেম্বর ১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!