You dont have javascript enabled! Please enable it!

আসাম সংহতি পরিষদের চেয়ারম্যান
শ্রীলক্ষীপ্রসাদ গােস্বামীর আবেদন

নিতান্ত অকারণে পাকিস্তান আমাদের মাতৃভূমি আক্রমণ করিয়াছে। ভারত পাকিস্তানের এই চ্যালেঞ্জের মােকাবিলা হইয়া শত্রুদেরে শায়েস্তা করার জন্য বদ্ধপরিকর। ভারতের সকল স্তরের নর নারী সৰ্ব্বপ্রকার ভেদাভেদ বর্জন করতঃ প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর উদাত্ত আহ্বানে সাড়া দিয়া শান্তিবাদী ভারতভূমি হইতে শত্রুদের নিশ্চিহ্ন করার সংকল্প গ্রহণ করিয়াছেন।
আমাদের দায়িত্ব ও কর্তব্য পরিষ্কার। আমরা মাতৃভূমির পবিত্র ধুলিকণাটিকেও শত্রু কবলিত হইতে দিব না। দেশরক্ষার সঙ্গে সঙ্গে স্ব স্ব গৃহরক্ষা ও আমাদের পবিত্র কর্তব্য।
অসামাজিক, দেশদ্রোহী, গুজব প্রচারকারী এসব লােকদের সম্পর্কে আমাদের সচেতন থাকিতে হইবে।
সৰ্ব্বপ্রযত্নে আমাদের মধ্যে ঐক্য, সংহতি ভ্রাতৃত্ব বজায় রাখিতে হইবে আমাদের সমাজ জীবনে যাহাতে কোন রকম গােলমাল না বাধে তপ্রতি সকলেরই হুশিয়ার হইবে।
বর্তমান যুগসন্ধিক্ষণে নিষ্ঠার সহিত স্ব-স্ব কর্তব্য পালন করা, দেশের প্রতিরক্ষা, উন্নয়ন ও উৎপাদনকে অধিকতর চাঙ্গাইয়া তােলা আমাদের সকলের পবিত্র দায়িত্ব।”

সূত্র: আজাদ, ১৫ ডিসেম্বর ১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!