You dont have javascript enabled! Please enable it!

ভারত কোন দেশের ইঙ্গিতে চলেনা
প্রধানমন্ত্রীর দৃপ্ত ঘােষণা

নয়াদিল্লী ২৭ শে ডিসেম্বর’ গতকল্য এখানে আমেরিকার নিউজউইক ও টাইম পত্রিকার প্রতিনিধিগণকে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী জানান যে ভারত পৃথিবীর কোন রাষ্ট্রের কথায় চলেনা, ভারত নিজস্ব বিঘােষিত নীতি মতে কাজ করে ও চলে। গত সপ্তাহে উক্ত পত্রিকা দুইখানিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মি. নিক্সনের এক বিবৃতি প্রকাশিত হইয়াছে উহাতে বলা হইয়াছে যে সােভিয়েট রাশিয়ার পরামর্শ মত ভারত পাকিস্তানের সহিত যুদ্ধ বিরতির প্রস্তাব দিয়াছিল। শ্রীমতী গান্ধী অতি জোরের সহিত বলেন যে মি. নিক্সনের ভাষণ একান্ত উদ্ভট ও আজগুবি। তিনি আরও বলেন যে ভারত সাম্রাজ্যবাদী দেশ নহে এবং বিশ্বশান্তির পরিপােষকতা করিয়া আসিতেছে। এই উপমহাদেশে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে ভারত পাকিস্তানের নিকট যুদ্ধ বিরতি প্রস্তাব দিয়াছিল, কোন দেশের ইঙ্গিতে তাহা করেনাই। মি. নিক্সন ভারতের উপর দোষারপ করিয়া বৃথা আত্মতুষ্টির চেষ্টায় আছেন এবং সত্বরই তাহার সম্বিৎ ফিরিয়া আসা উচিত।

সূত্র: আজাদ, ২৯ ডিসেম্বর ১৯৭১